এক দিন এক দল এক ঘটনা দুই সভা : শাসকদলেই কি আমরা ওরা ?

9th November 2020 10:44 pm অনান‍্য
এক দিন এক দল এক ঘটনা দুই সভা : শাসকদলেই কি আমরা ওরা ?


নিজস্ব সংবাদদাতা ( পূর্ব মেদিনীপুর ) : সেই নন্দীগ্ৰাম ! সেই সূর্যদয় এর ঘোষনা । বাম সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলো সেদিনের ভূমি রক্ষার আন্দোলন । যার নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী আজকের বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্ৰেস । ২০০৭ সালের সেই ঘটনার পর অনেক জল গড়িয়ে গেছে । বদলে গেছে নন্দীগ্ৰামের রাজনৈতিক চিত্র । যে অধিকারী পরিবারের সাথে শাসকদলের এত ঘনিষ্টতা সেখানেই কেমন যেন চোরাস্রোত ব ইছে , অন্তত রাজনৈতিক মহল তাই মনে করছে । আগামী বছর বিধানসভা ভোট । তার প্রাক্কালে ১০ ই নভেম্বর সেই নন্দীগ্ৰাম দিবস এর ১৩ তম বর্ষ পূর্তি । কি হবে ১০ ই নভেম্বর ২০২০ তে তার দিকেই তাকিয়ে বহু জন । শুভেন্দু অধিকারী এখন রাজ‍্য রাজনীতির মূল আলোচনায় । তিনি নিজে মুখে কিছু না বললেও কোথায় যেন একটা সুর কেটে যাওয়া ছন্দ । বহু দিন দলের কর্মসূচীতে সেভাবে নেই । জেলায় জেলায় আমরা দাদার অনুগামী দিয়ে প্রচার , পোষ্টার । যে সব সভা মঞ্চে এই সময়কালে তাকে দেখা গিয়েছে অধিকাংশতেই নেই দলনেত্রীর কোনো ছবি বা তৃণমূলের কোনো প্রতীক ! কেন হঠাৎ এই পরিবর্তন ? নানা জনের নানা মত । কিন্তু শুভেন্দুর মুখ থেকে কোনো শব্দ বের হয় নি । এর মধ‍্যেই নন্দীগ্ৰাম চলো ডাক । তাও আবার ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে । সেখানে রয়েছে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ছবি । নেই তৃণমূলের নাম , নেই তৃণমূলের প্রতীক । আবার এক ই দিনে শহীদ স্মরণে তৃণমূলের সভা হাজরাকাটায় । সেখানে প্রধান বক্তা ফিরহাদ হাকিম । সেখানে নাম নেই শুভেন্দু অধিকারীর । এক দিন এক ঘটনা এক জায়গা অথচ শাসকদলের ই দু দুটি সভা । একটি সকাল ১০ টা অপরটি বিকাল ৩ টে । তাহলে কি শুভেন্দু অধিকারী সত‍্যি সত‍্যিই দল ছাড়বেন ? নাকি শুভেন্দুকে বাদ দিয়েই নন্দীগ্ৰাম এলাকায় তৃণমূল দেখাবে তার শক্তি ? ১০ নভেম্বর ২০২০ হয়তো অনেক কৌতুহল এর নিরসন করবে । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।